নতুন নিয়ম চালু করে দিল IFA - Mohun Bagan

Breaking

Ad

Ad

Post Top Ad

Monday 21 May 2018

নতুন নিয়ম চালু করে দিল IFA

শনিবার থেকেই নতুন নিয়ম চালু করে দিল বঙ্গীয় ফুটবলের নিয়ামক সংস্থা। এবার থেকে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার এ-তে ‘সি’ লাইসেন্স-ধারী কোচ বাধ্যতামূলক করে দেওয়া হল।

আইলিগে ‘এ’ লাইসেন্সধারী কোচ বাধ্যতামূলক। এতদিন কলকাতা  লিগে (প্রিমিয়ার এ-তে) কোচের ডিগ্রি বাধ্যতামূলক ছিল না। এবার থেকে তা হবে। ধাপে ধাপে সেই ডিগ্রি বাড়ানো হবে।

১৮ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের কলকাতা ফুটবল লিগ।  সিদ্ধান্ত হয়েছে, লিগ শুরু হওয়ার দিনসাতেক বাদে মাঠে নেমে পড়বে কলকাতার তিনপ্রধান। এবার থেকেই প্রথম একাদশে অনূর্ধ্ব ২৩ ফুটবলার রাখা আর বাধ্যতামূলক নয়। বিদেশি ফুটবলারের সামনে অনূর্ধ্ব ২৩ ফুটবলাররা শারীরিকভাবে পেরে ওঠেন না।

সেদিকে তাকিয়ে আইএফএ এহেন সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা লিগ খেলিয়ে দুই প্রধানের ছয় বা তার বেশি সংখ্যক ফুটবলার যদি জাতীয় দলে জায়গা পায়, সেক্ষেত্রে আবেদন করলে ইস্ট-মোহনের ম্যাচ পিছিয়ে দিতে বাধ্য আইএফএ। কলকাতা লিগে খেলতে পারবে তিন বিদেশি।




source by :- www.ebela.in

No comments:

Post a Comment