সহজ সুযোগ নষ্ট করে জয় হাতছাড়া করল মোহনবাগান। সমর্থকরা সত্যি হতাশ.. - Mohun Bagan

Breaking

Ad

Ad

Post Top Ad

Thursday 8 February 2018

সহজ সুযোগ নষ্ট করে জয় হাতছাড়া করল মোহনবাগান। সমর্থকরা সত্যি হতাশ..


আই লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সিটি এফসির সঙ্গে গোলশূন্য ড্র করল মোহনবাগান। দু’পক্ষই বেশ কিছু সহজ গোলের সুযোগ নষ্ট না করলে এই ম্যাচের ফল অন্যরকম হতে পারত। 
গোলের সুযোগ নষ্ট করলেন ডিকা, ওয়াটসন, আজহারউদ্দিনরা। পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন আক্রম। সহজ সুযোগ নষ্ট করে জয় হাতছাড়া করল মোহনবাগান।
ম্যাচের ৮০ মিনিটে পেনাল্টি পায় মোহনবাগান। বক্সের ভিতর ডিকাকে ফেলে দেন চেন্নাইয়ের তারিফ। পেনাল্টির সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন আক্রম। তাঁর শট আটকে দেন বদলি হিসাবে মাঠে ঢোকা গোলকিপার কবীর। এডুইন ভ্যান্স পলকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেন রেফারি। তাই নিয়ে শুরু হয় বিতর্ক। বচসায় জড়িয়ে পড়েন রিজার্ভ বেঞ্চে থাকা সবুজ-মেরুন কর্তারা।


রেডমি 5A কিনতে চাইছেন? অথচ পারছেন না ? ক্লিক করুন এবার পারবেন..।


বুধবারের ম্যাচে পেনাল্টি ছাড়াও বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করে মোহনবাগান। বুধবার চেন্নাইয়ের বিরুদ্ধে ড্র করায় মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ১৩ ম্যাচে ২১। সমসংখ্যক ম্যাচ খেলে মিনার্ভার সংগ্রহ ২৯। ১৪ ম্যাচে নেরোকার পয়েন্ট ২৭। অন্যদিকে ১৩ ম্যাচ খেলে ইস্টবেঙ্গলের পয়েন্ট ২৩।

No comments:

Post a Comment