অ্যারোজ ম্যাচের আগে শুধুই প্র্যকটিস করে চলেছে মোহনবাগান.. - Mohun Bagan

Breaking

Ad

Ad

Post Top Ad

Tuesday 27 February 2018

অ্যারোজ ম্যাচের আগে শুধুই প্র্যকটিস করে চলেছে মোহনবাগান..

মঙ্গলবার ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। গোয়ার তিলক ময়দানে।
বিকাল সাড়ে তিনটের সময় নামে তারা। হোটেলে সামান্য বিশ্রাম নিয়েই সন্ধ্যা ছ’ টায় অনুশীলনে নামে সবুজ মেরুন বিগ্রেড। গোয়ার স্পোর্টস অথরিটির উত্তরদা প্লে গ্রাউন্ডে। সেখানকার আবহাওয়া বেশ মনোরম।  অনুশীলন করতে তাই সমস্যা হয়নি শঙ্করলাল চক্রবর্তীর ছেলেদের। গোয়ায় দুটি আওয়ে ম্যাচ খেলবে তারা। ইন্ডিয়ান অ্যারোজ (২৭ ফেব্রুয়ারি) ও চার্চিলের সঙ্গে (৩ মার্চ)।
মাতোসের দলের বিরুদ্ধে খেলতে নামার আগে বাগান কোচ শঙ্করলাল চক্রবর্ত্তী বলেন,” অ্যারোজ ম্যাচ সহজ হবে না। তার কারণ ওদের কোনও চাপ নেই। ওরা অনেক খোলা মনে খেলবে। ওদের হারানোর কিছুই নেই। কিন্তু আমাদের জিততেই হবে। জেতা ছাড়া বিকল্প কোনও রাস্তা খোলা নেই আমাদের সামনে।”


এই অ্যারোজের বিরুদ্ধে নিজেদের মাঠে ড্র করে ছিল মোহনবাগান
সবুজ মেরুন কোচ বলেন,” আগে প্রতি আক্রমণ ফুটবল খেলত  ইন্ডিয়ান অ্যারোজ। এখন অনেক বেশি ওপেন ফুটবল খেলে ওরা। এই বাচ্ছা ছেলেদের নিয়ে দারুণ কাজ করছেন মাতোস।”


No comments:

Post a Comment