নতুন মরসুমে শঙ্করলাল চক্রবর্ত্তীই ভরসা টিম মোহনবাগানের... - Mohun Bagan

Breaking

Ad

Ad

Post Top Ad

Tuesday 27 March 2018

নতুন মরসুমে শঙ্করলাল চক্রবর্ত্তীই ভরসা টিম মোহনবাগানের...

 সুপার কাপের আগেই নতুন মরসুমের চিন্তা ভাবনা শুরু করে দিল মোহনবাগান। আগামী মরসুমের দল গঠনের জন্য সোমবারই আলোচনায় বসে পাঁচ সদস্যের কমিটি। সেখানেই ঠিক হয় আগামী মরসুমেও মোহনবাগানের কোচ থাকছেন শঙ্করলাল চক্রবর্তী এবং অর্পন দে।

এত তাড়াতাড়ি মরশুম শেষ হওয়ার আগে সঞ্জয় সেনের জমানাতেও নতুন মরশুমের কোচের নাম জানাত না ক্লাব। শুধু তাই নয়, এবার আগামী মরশুমে দল গঠন নিয়ে প্রথম দিনের আলোচনা হল শঙ্করলালকে সামনে রেখেই। এদিনের সভায় সৃঞ্জয় বসু, দেবাশিস দত্ত, সত্যজিৎ চ্যাটার্জি, উত্তম সাহা, সঞ্জয় ঘোষ ছাড়াও টেকনিক্যাল কমিটির সদস্য কম্পটন দত্ত নিজেদের পছন্দের নাম তুলে ধরেন। যেহেতু সামনে সুপার কাপের ম্যাচ রয়েছে, তাই এই মুহূর্তে তলায় তলায় দলে থাকা ফুটবলারদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভিন রাজ্যের দেশি–‌‌বিদেশিদের বাজিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সত্যজিৎ এদিন সভা শেষে অবশ্য বলেন, ‘‌দল গঠন কোন পথে এগোবে তা নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে টাকাপয়সা জোগাড় হবে তা নিয়েও। কোচের পছন্দটাও জানা দরকার ছিল।’‌ এত আগে থেকেই তাঁকে চিফ কোচ হিসেবে দায়িত্ব দেওয়ায় খুশি শঙ্করলাল। বলেন, ‘ভাল লাগছে, কর্তারা আস্থা রেখেছেন বলে। কোচের কাজটা সব সময় চ্যালেঞ্জিং। দায়িত্ব এখন যেমন রয়েছে, পরেও তাই থাকবে। আগামী মরশুমের টার্গেট নিয়ে পরে ভাবব, আপাতত সুপার কাপে ফোকাস।’‌ নিজের পছন্দের ফুটবলার বা বর্তমানে হাতে থাকা দলটা পেলে কি কাজ করতে বাড়তি সুবিধা হবে?‌ শঙ্করলালের জবাব, ‘আমার একার পছন্দে দল গঠনের প্রশ্ন ওঠে না। বাকিরা যাঁরা দায়িত্বে তাঁদের মতামত ও পছন্দ মিলিয়েই দল তৈরি হবে। পুরনো ফুটবলার থাকলে সব সময়ই লাভ। কিন্তু না থাকলেও অসুবিধা নেই, নতুন করে দল গুছিয়ে নিতে হবে।’‌ কমিটির এক কর্তা বলেন দিলেন, ‘গত মরশুমে এই দলের অনেককেই চিনত না। এখন তাঁদের নিয়ে টানাটানি চলছে। চলুক। আমরা নতুনদের খুঁজে নেব। আর যাদের তারা ছাড়বে, তাদের আমরা পাব।’‌ এর মাঝেই ডিপান্ডা ডিকা জানালেন, তিনি আগামী মরশুমে মোহনবাগানে খেলতে চান। অবশ্য ক্লাব যদি তাঁকে রাখতে চায়। এবং প্রস্তাব ভাল হয়। এদিকে, বুধবার দলটা আরও গোছাতে যুবভারতীর ট্রেনিং পিচে মহমেডানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান।‌‌

Black Lace-Up Sneakers
VIEW MORE


No comments:

Post a Comment