পেনাল্টি অনুশীলনের ক্লাস নিলেন শঙ্করলাল... - Mohun Bagan

Breaking

Ad

Ad

Post Top Ad

Saturday 31 March 2018

পেনাল্টি অনুশীলনের ক্লাস নিলেন শঙ্করলাল...

আই লিগে চার্চিল ব্রাদার্সকে দু’বারই হারিয়েছে মোহনবাগান। টুর্নামেন্ট থেকে অবনমনও হয়েছে উইলিস প্লাজার দলের। তা সত্ত্বেও সাবধানী মোহনবাগান। শুক্রবার সুপার কাপ খেলতে ভুবনেশ্বর পৌঁছে প্রথম দিন-ই পেনাল্টি কিক মারার অনুশীলন করালেন কোচ শঙ্করলাল চক্রবর্তী।
দুপুর বারোটা নাগাদ পৌঁছে বিকেল চারটের সময় মাঠে নামেন দিপান্দা ডিকা, শিল্টন পালরা। মূল স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ অবশ্য পায়নি মোহনবাগান। আজ শনিবার মূল স্টেডিয়ামে নামবেন তারা। বিড়লা গ্লোবাল হাইস্কুলের যে মাঠে ইউতা কিনওয়াকিরা এ দিন অনুশীলন করেন সেই মাঠটা সদ্য তৈরি হচ্ছে। বালি ভর্তি। তা সত্ত্বেও ঘণ্টা দেড়েক অনুশীলন হয়। আঠারো জনের দলকে দুটি ভাগ করে পেনাল্টি মারার অনুশীলন হয়। মোহনবাগান কোচ তাঁর অনুশীলন সূচিতে সেটা রেখেছিলেন মূলত সুপার কাপ নক আউট টুর্নামেন্ট বলে। শঙ্করলাল কলকাতা ছাড়ার আগে ইঙ্গিত দিয়েছেন, রক্ষণ মজবুত করে তবেই জেতার জন্য ঝাঁপাবেন। 
মোহনবাগানের সুপার কাপ টিমে জায়গা হয়নি বেশ কয়েক জন ভাল ফুটবলারের। আজহারউদ্দিন মল্লিক, শিল্টন ডি সিলভা, সৌরভ দাসদের বাদ দিয়েছেন কোচ শঙ্করলাল। তাঁর যুক্তি, সুপার কাপে অনূর্ধ্ব-২২ ফুটবলার খেলানোর সুযোগ নেই বলেই এঁদের বাদ দেওয়া হয়েছে। কিন্তু ডার্বিতে নামলেই যিনি গোল পান, সেই আজহারকে কেন নিয়ে যাওয়া হল না তা নিয়েই ক্লাবের অন্দরে সমালোচনার ঢেউ। এ দিকে কলকাতা লিগের ক্লাব কাস্টমস থেকে নেওয়া বিদেশি স্যামুয়েল টিমের সঙ্গে এখনও মানিয়ে নিতে পারেননি। যা খবর, তাতে ১ এপ্রিল টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাঁকে খেলানো হবে না। কিংসলে আবুমেনেমের সঙ্গে কিংশুক দেবনাথ বা রানা ঘরামিকে খেলানো হতে পারে স্টপারে। তবে স্যামুয়েল ছাড়া বাকি পাঁচ বিদেশিই খেলবেন। ইউতা ও ক্যামেরন ওয়াটসনের হাল্কা চোট থাকলেও খেলতে কোনও সমস্যা নেই।  

Source By:- www.anandabazar.in

No comments:

Post a Comment